গ্রীষ্মের ওই অত্যন্ত গরমের পরে,
শীত এসে দেয় সব ঠাণ্ডা করে।
শীতের সকাল শুরু হয় যে খেজুরের রসে,
দিনটা তো কাটাই কম্বলের ভেতরে বসে।
সকাল বেলা তাপ পোহাতে লাগে ভালো,
কুয়াশায় ভরা চারপাশ, সুর্যের মিষ্টি আলো।
শীতকালে গাছের পাতা যায় ঝরে,
ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে।
পিঠা-পুলি পায়েস খেতে মজা লাগে বেশ,
পড়াশুনা থাকেনা, পরীক্ষা হয় শেষ।
আবার বছরের শুরুতে ছুটে যাই বই লইতে,
নতুন শ্রেণীতে উঠে যাই নতুন বইতে।
শীতকালটা কাটাই আমি অনেক মজা করে,
দেখতে দেখতে আবার গরম এসে পড়ে।