কলি যুগের কলি হাওয়া,
বইছে চারিদিকে।
হঠাৎ করে উড়ে এসে,
সবাইকে দিয়েছে বদলে।
সবকিছু করে উল্টোপাল্টা,
কলি যুগের এই হাওয়াটা।
যেমনি উপর থেকে আগুন পরে,
মাটির নিচে রেল চলে।
চাবি ঘোরালে চাকা ঘোরে,
তার ধাক্কায়  মানুষ মরে।
বোমা ফাটে,মাটি কাপে,
পাহাড় ভেঙ্গে সড়ক গড়ে।
কলি যুগের কলি হাওয়া,
বইছে যে চারিদাকে।


কলি যুগের কলি হাওয়া,
করছে বড়োই পাগলামি।
যেমনি সারের তাগদে ফসল বুনি,
এতে মোরা অকালে মরি।
মাটির নিচে,আছে খনি,
সাপের মাথায়  রত্ন-মনি।
টাকা পেলেই মানুষ হানি,
সবার সামনে দেবতা মানি।
যুগের তালে,মানুষের তালে,
মাতাল এখন বিশ্বখানি।
কলি যুগের কলি হাওয়া,
বইছে চারিদিকে।
হঠাৎ করে উড়ে এসে,
সবাইকে দিয়েছে যে বদলে।