ভুল করতে আমি চাইনি,
তবু ভুল করেছি।
কষ্ট দিতে আমি চাইনি,
তবু কষ্ট দিয়েছি।
কি করতে চেয়েছিলাম,
জানি না আমি।
এই ভেবে বুঝে নাও,এটা
ছোট্ট ছোটনের পাগলামি।
সবকিছুতেই নয় খেয়ালী,
সেটা আজ বুঝেছি।
বারেবারে বলি করেছি ভুল,
এরপর নড়বো না একটুকু চুল।
তোমার সুরে জ্বলে আলো,
আমার এই ছোটো মনে।
তোমায় ছেড়ে অনাথ হয়ে,
আমি যাবো কোনখানে?
করুণ নয়নের মুখটি দেখে,
হয় না কি তোমার দয়া?
বিষকাঁটা থেকে মুক্তি পেতাম!
যদি তুমি করো ক্ষমা।