অপেক্ষা কালকের ভোরের।
অপেক্ষা তারুণ্যের উল্লাসের।
প্রানের উৎসব,
জীবন শুরুর উৎসব,
মনের স্পন্দনের উৎসব,
ভালবাসার উৎসব।
ছোট্ট শিশুর মনে
প্রথম ছন্দের উৎসব।
মাতৃবন্দনায় তরুণ দলের
উচ্ছাসের উৎসব।
প্রথম শাড়ি, পাঞ্জাবী
গায়ে দেওয়ার উৎসব।
সেই হাল্কা শীতে,
যেন বসন্তের উৎসব।
বাঙালীর প্রথম বাঙালিয়ানা,
মা সরস্বতীর বন্দনা।