আমার একলা মনের কবিতারা,
বড় এলোমেলো!
শুধু বসে থাকে তাঁরা হাপিত্তেস করে।
বসে থাকে, খেয়ালী নদীর কিনারে।
বসে থাকে, স্নিগ্ধ ঘাসের মিষ্টি পরশে।
আমার কবিতারা বড় রহস্যের!
যন্ত্রনা আর স্তব্ধতার আগুনে পুড়েও,
হাসতে চায় - পাখনা মেলতে চায়,
আমার কবিতারা।
নিষেধ মানেনা তাঁরা,
মানেনা কোনো বাঁধন।
তাঁরা আপন মনে,  নিজের ভাষাতে ,
ভেসে যায় অন্য  কোনো মনের পারে!
আমার কবিতারা একটু অন্যরকম!!
তাঁরা হাসতে জানে
শত কান্না বুকেতে নিয়ে।
তাঁরা আশার আলোয় বাঁচতে থাকে,
নিরাশার তীর বুকেতে নিয়ে।
আমার কবিতারা একটু অন্যরকম!
তাঁরা স্বপ্নের রথে ছুঁয়ে যেতে চায়
ঐ দুটি চাওয়া পাওয়ার কথায়!!
তাঁরা তোমার আমার মনের ভেতর,
ঘুরপাক খায়।।
তাঁরা জেগে থাকে ,
যতই হোক না রক্তক্ষরণ।
বাঁচার আশায় কবিতারা,
সময়টাকে করে বরণ।
কত স্বপ্ন নিয়ে বাঁচে প্রানের ভাষা,
ওযে আগামীর কথা ভাবে প্রতিখন।।
কবিতারা তোমার আমার কথা বলে,
মিলে মিশে যায় অন্তরের প্রতিটি চরণ।।