তুমি বল আমায় 'ঘেন্না কর !
শ্রদ্ধা কোরোনা আর।
কথাটা ভালো লাগলো!!
ভালো লাগলো ভীষণ।
জানি শ্রদ্ধার বশবর্তী,
ক্রমশঃ নিজেকে হারিয়ে ফেলেছি,
নিজের ইচ্ছে গুলোর গলা টীপে,
সরিয়ে ফেলেছি ছোট্ট বুক থেকে।
শ্রদ্ধা অপরকে জানিয়েছি!
কেউ তার বিপরীত কথায়,
যাতে না কষ্ট পায়!!
মুখ বন্ধ রেখে, শ্রদ্ধা করেছি।
নিজের ইচ্ছেগুলোকে
তবু উড়তে দিইনি,
ওই আকাশে।।
মনের কোণে সে আজ,
বড় অভাগা, বড় দিশাহীন!
শ্রদ্ধা খুবই গভীর জিনিস।
তাই শ্রদ্ধা নাইবা করো,
কিছুতো করো!
ঘেন্না তো করো!
নিজের মনের কষ্টটাও তো,
বলতে পারো!
তাই আমি তোমায়
এতো ভালোবাসি!
তাই কান্না গুলো ,
কখন যেন হাসিতে
গেছে বদলে ।।