খুব মনে পড়ে ফেলে আসা দিন,
মনের কোণে অসংখ্য কল্পনারা,
বাঁধতো বাসা হাজার প্রশ্ন নিয়ে!
হয়তো সে প্রশ্নের জবাব ছিলোনা!
তোমাকে জাপটে ধরে,
করতাম একের পর এক প্রশ্ন।
সারা দিনের ক্লান্তির ছাপ নিয়েও,
নির্দ্বিধায় সেই কল্পনার বাস্তব মাখা
জবাব দিয়ে যেতে।


কাউকে কাছে না পেলেও,
তোমায় পাশে পেয়েছি বারবার।
যখন ব্যর্থতার জালে নিষ্পেষিত আমি,
আপন কষ্ট ঢেকে স্বপ্ন দেখিয়েছো,
জীবনে লড়াই করার।


কাজ থেকে ফেরার সময় ঘনালে,
লণ্ঠন নিয়ে দাঁড়াতাম রাস্তার ধারে,
শুধু তোমারই অপেক্ষায়।


একদিন হারিয়ে গেলে তুমি,
কোন নতুন ঠিকানায়,
আবার কোনো মায়ার গল্প রচনায়।
তাই অপেক্ষায় থেকেও
তোমার ফেরা অসম্ভব।


এখন আর কাঁধে সেই হাত পাইনা।
পাইনা তোমার পিছনের সিটে বসে
তোমার সাথে বকবক করা।
আজ তোমায় আর ছুঁতে পারিনা,
পারিনা কথা বলতে,
আজ শুধু আমার অনুভবে তুমি,
আজ শুধু মনের চোরাস্রোতে ফিরে পাই বারবার।