আমার মন , বিকেলের পোড়া রোদ!
সেদিন সময় ছিলো। ছুঁতে পারিনি।
বুঝতে পারিনি তার রহস্যকে।
মনের ওপর চলে যাওয়া,
প্রথম রেলগাড়িটার আওয়াজ
এখনো পাই!
সেই দরজার হাতল,
আজ খুঁজে বেড়াই!
দিয়েছিলো সময়, কামরায় ওঠার।
আলুথালু মনে ভাবিনি,
সেই কামরার মাঝে থাকা
জোনাকির আলগুলো কে।
হয়তো নিওনের আলোয়,
সেদিন ঢাকা পড়েছিল সে।
হয়তো সেই সন্ধিক্ষন ম্লান,
তবু  সে আজ একটু অন্যরকম।