ভীষণ সুখি আমি,
বিবেক বলে মোর কানে কানে।
ভীষণ আনন্দে আমি, আমার অতীতকে ভেবে।
না! আমার স্মৃতির অ্যালবামে, ধুলো জমেনি এতটুকু।
যেথা আছে বাবা-মা’র অন্তহীন ভালোবাসা।
যেথা দেখি সঙ্গী সাথীদের
কোলাহল খুনসুটি ভালোবাসা আরও কত কিবা।
যেথা আমার প্রেমিকার আকর্ষণ
আমায় নিয়ে যায়, আমার রঙিন দিনগুলিতে।
যেথা স্বপ্ন গেঁথে ছিলেম, এক সুতোয়।
মারণ রোগে নইকো বিষণ্ণ,
যন্ত্রণা? সেতো স্পর্শ করতে পারেনি
আমার হৃদয়কে !
মৃত্যুর হাতছানি? সেতো ভয় পায়
আমায় দেখে!
আমি সুখি, আমার স্মৃতির সাথে,
আমার আপনজনের সাথে,
আমার শৈশবে,
আমার কৈশোরে,
আমার যৌবনের উদ্দীপ্ত দিন গুলিতে।
জানি হারিয়ে যাবো একদিন,
তবুও অপেক্ষায় থাকবো ফিরে পাওয়ার লোভে
অপেক্ষায় থাকবো ফিরে আসার।।