মুখটা যেন ঢেকে আছে ঘন মেঘে
তুই যেন অস্পষ্ট হয়ে আছিস চোখের সামনে।
কিন্তু তোর প্রতিটি বিন্দু
ক্রমাগত সিক্ত করে তুলেছে, সতেজ করেছে এই মনকে।
তোর হিমেল স্পর্শ , মাতোয়ারা করেছে অন্তরের অনুভূতিদের
তোর প্রতিটি চমকে এক এক রোমাঞ্চ যেন লুকিয়ে।
যখন আমি ভিজে গেছি তোর প্রতিটি পরশে!
বারে বারে ফিরে পেয়েছি নিজেকে,
নিজের দুরন্ত হয়ে ওঠা সময়কে।
তোকে যখন স্পষ্ট দেখলাম
তখন সেই সিক্ততা, সেই রোমাঞ্চও,
সেই হারিয়ে যাওয়া, সেই স্পর্শ
কোথায় যেন মিলিয়ে গেলো ...
ক্ষণিকের অনুভূতিগুলো বাস্তবের তাড়নায়
কোথায় যেন ধুয়ে গেল ধীর লয়ে ...