পৃথিবীটা কেমন যেন মলিন
ধুসর হয়ে চলেছে অনবরত !
তাহলে সেকি কোনও অন্ধকারে হারিয়ে যাচ্ছে?
ঐ যে তাঁর বাগানের বুকের ওপর
কেমন যেন দগ্ধ ঘা, ছারখার হয়ে গেছে সবকিছু।
তাঁর সবুজের নির্মলতা হারাচ্ছে ক্রমশ!
ঐ যে বাগানের সবুজ , আর নীল জলের ঢেউ  
ঐ যে নীল আকাশ, আর নির্মল বাতাস
সেখানের সকল প্রাণ আজ যেন অতীত হওয়ার দ্বারে!
তারা মুছে যাওয়ার দুঃখ পেয়েছে,
পেয়েছ আঘাত যার কাছে, সেতো মানুষ!
যে বাগানেতে এসেছে সে, সকল সত্তা নিয়ে  
সেখানেরই প্রাণ হয়ে এতো বড় বিশ্বাসঘাতকতা?
আপনজনদের ধ্বংস করেও মেটেনি খিদে তাঁর!
সেকি পাবে থাকার অধিকার পৃথিবীর কাছে?
পৃথিবী যারে করল লালন পালন
আপন বুকে জড়িয়ে ধরে।
সেই বুকেতেই সজোরে মারল থাবা!
ক্ষত বিক্ষত করলো ধরার মমতা।
সজল নয়নে আজ যেন পৃথিবীর লজ্জা পায়,
লজ্জা পায় তাঁর সন্তানের হিংস্রতা দেখে
বুকের ক্ষত ঢাকতে
দুঃখ ঢাকতে,
আজ সে গভীর অন্ধকারে
নিজেকে লুকোয় ...