ঘুণধরা খাতার মাঝে, শুকনো একগোছা ফুল।
স্পর্শ করতে পারেনি কীটেরা, নষ্ট করেনি তাকে।
গন্ধ হারিয়েছে, হারিয়েছে সে তার রং।
কত সময় ধরে কত কিছু সয়ে,
আজ সে শীর্ণ শুষ্ক লাবণ্যহীন জীবাশ্ম মাত্র।
তবুও যেন স্মৃতির হাত ধরে কত কিছু বলে যায়,
ভাসিয়ে তোলে তার সুখ দুঃখের মুহূর্তগুলি,
শুষ্ক পাপড়িগুলো যেন গল্পের ডালি,
আর শুধুই স্মৃতির হাতছানি।
এভাবেই বন্ধ খাতার মাঝে, রয়েছে নিজেকে লুকিয়ে,
করেছে নির্বাসিত নিজেকে।।