প্রতিকুলতায় একরাশ ক্লান্তি নিয়ে,  
শূন্যে টুকরো টুকরো মেঘেদের আনাগোনা।
ঐ ফিকে মেঘেরা ভেসে চলেছে আকাশের বুকে,
ওরা ভেসে চলেছে বুকে আশা আর স্বপ্ন নিয়ে।  
যদি তারা আবার হারিয়ে যাওয়া সাথিদের কাছে পায়...
আবার যদি তারা একই সাথে মিশে যায় ...
তবে হয়ত আবার বসবে মেলা ঐ গগনে,
আকাশ ভরবে ঘনঘটায়!
নিজেদের কাছে পাওয়ার উচ্ছ্বাসে,
ভুবনে ছড়াবে আলোর রোশনাই।
তাদের বাঁধভাঙা কলরবে,  
ভরে উঠবে দিকদিগন্ত আর শীতল বাতায়নে মাতবে সবাই।
ভালবাসার চরম তৃপ্তিতে,  
স্নিগ্ধ ধারা ঝরে পড়বে এ তপ্ত ধরণীতে,  
শান্তির বার্তা নিয়ে, সৃষ্টির গান গেয়ে।।