ফুটপাথে শিশু  বসে
খিদে নিয়ে শুধু হাসে
... বসন্ত চলে গেছে।


শিশু নারী  মুখ ঢেকে
সমাজ তার সুখ লুটে
...বসন্ত চলে গেছে।


রঙ নিয়ে মারামারি,
অন্যায় কারবারি
...বসন্ত চলে গেছে।


আশার আলোক চেয়ে
দুরাশার দিন পেয়ে
...বসন্ত চলে গেছে।


মানবতা গেছে ভুলে
ধর্মেরই নাম তুলে
...বসন্ত চলে গেছে।


ধ্বংসেরই হাত ধরে
সৃষ্টি যে কেঁদে মরে
...বসন্ত চলে গেছে।