ভাঙা গড়ার লড়াই,
লড়াই বেঁচে থাকার।
পেয়েছি কষ্ট কতবার,
নেই তা মনে।
তবু কষ্ট শিখিয়েছে,
বেঁচে থাকার অঙ্ক,
যুগিয়েছে ক্ষমতা
নিজের সাথে লড়াই করার।
হয়ত আজকের দগ্ধ মন,
কাল দেখবে নূতন কোনও ভোর।
যে ভোরে একদিন!
মাথা উঁচু করে পারবো বাঁচতে!
যে ভোরে থাকবে,
শুধু রোদ্দুরে মাখা ভালোবাসা,
আর শান্তির স্নিগ্ধ পরশ।
স্বপ্ন বটে? হাসবেও সব্বাই!
তবু বলি, স্বপ্ন আছে
তাইতো মানুষ আছে!
তেমন আমিও হয়তো,
সেই স্বপ্নের পথ ধরে
পৌঁছে যাবো কোনও রক্তিম ভোরের আঙিনায়!