যখন মা বকুনি দিতো,
চুপিসারে কেউ মুচকি হাসত।
যখন আমি শুয়ে থাকতাম,  
কেউ তখন চুপি চুপি মাথায় হাত বোলাত।
যখন সকালে আরামে বিছানা থেকে উঠতাম,
কেউ তখন ক্লান্তি নিয়েও কাজে বেরিয়ে পড়তো।
নিজে কড়া রোদ্দুর সহ্য করেও,
কেউ আমাকে পাখার বাতাসে রাখতো।
স্বপ্নটা আমার ছিল,  
কিন্তু কেউ তা পূরণ করার রাস্তা দেখিয়ে যেতো।
আমিতো কেবল নিজের খুশিতে হেসেছি,
কিন্তু আমার খুশি দেখে কেউ নিজের দুঃখ ভুলে যেতো।
ফল খাওয়ার সব থেকে প্রয়োজন তাঁর ছিল,
কিন্তু কেউ সেইসব আমাকে জুগিয়ে গেছে।
খুশি তো আমার হওয়ার ছিল যে ওনাকে আমার জীবনে পেয়েছি,
কিন্তু আমার জন্মের খুশি অন্য কেউ পালন করছিল।
এই দুনিয়া পয়সাতে চলে,
কিন্তু আমার জন্য কেউ পয়সা রোজগার করছিল।
সবাই নিজের ভালোবাসা দেখায়,
কিন্তু কেউ, না দেখিয়েই অফুরন্ত ভালবাসা দিয়ে গেছে।
গাছতো নিজের ফল খেতে পারেনা, সে কারনে আমাদের দেয়
কিন্তু কেউ নিজের পেট খালি রেখে আমার পেট ভরিয়ে দিতো।
বাইরে চাকরি করব তাই মন খারাপ ছিল,
কিন্তু সবারই অগোচরে কেউ চোখের জল ফেলেছিল।
আমি আমার ‘ছেলে’ শব্দটা সার্থক করতে পেরেছি কি পারিনি জানিনা,
কিন্তু ‘পিতা’ শব্দটা বারবার সার্থক করে চলেছিলে,
সে হোল তুমি ......আমার বাবা।।