সেদিন বৃষ্টি এসেছিলো আমার দুয়ারে,
ভেসেছিল আমার উঠোন,
নরম বাতাস জুঁই বেল ফুলের গন্ধে ভেসেছিল,
শীতল ধারায় ভিজে ছিল উষ্ণ ঠোঁট দুটি,
চরম উন্মত্ততায় এই মন মেতেছিল ভাললাগায়।
শীতল সাঁঝে, বৃষ্টি চেয়েছিল ভালবাসতে,
চেয়েছিল ভালবাসা আর প্রদিপের একটু আলো।।
আর আমি ওই দুরের আকাশ ছুঁতে চেয়েছিলাম,
চেয়েছিলাম আলোর রোশনাই,
রঙিন করতে চেয়েছিলাম আমার দুনিয়াটাকে।।
পাগল ছিলাম বললে ভুল হবে,
হয়ত ছিলাম স্বার্থপর।
আজ স্বপ্নগুলো , হাতের মুঠোয়
আকাশটাও আমি আজ ছুঁতে পারি ।।
কিন্তু ভালোবাসা?? সেই প্রদীপের আলো??
তাদের আজ হাথড়ে বেড়াই!!
জানো বৃষ্টি! আজ আর আমার উঠোন ভেজেনা।
আর জুঁই বেলের গন্ধে ভাসেনা মন।
আর ঠোঁট দুটো ভেজেনা তোমার শীতল ধারায়!!  
শুধু আকাশের বুকে আজ খুঁজে চলি আমার হারিয়ে যাওয়া বৃষ্টিকে