আজ সকালটা বড্ড অলস,
কেমন যেন গুটিয়ে সুটিয়ে রয়েছে।
আচ্ছাদনের তলায় সবকিছু যেন,
চলে গেছে শীতঘুমের কোন অচিন ঠিকানায়।
কখনও সখনও কাটছে তাল,
হিম বাতাসের খোঁচায়।
তবু, কুয়াশার চাদরের বিন্দু বিন্দু আদরে,
ভিজে আসে লাল পাপড়িগুলি,
মত্ত হতে চায় কতকিছুর আশায়,
যেন লাল নীল স্বপ্নেরা করেছে ভিড়!
ভয় হয়! যদি সে চাদর যায় সরে?
ভয় হয় যদি সে বিমুখ হয়?
এই  কুয়াশা! এই হিমেল হাওয়া!
যাবে সরে রবির তাড়নায়!
তবু যদি, একটিবার!
অলসতা আর নিবিড়তাকে রাখে ঘিরে,
কুয়াশার গল্পেরা।
আর একটিবার???