বাঁধছি আজ গান,
কত রঙিন সুরে
কতো রঙিন আশায়,
জীবনে ফিরবে প্রাণ।


রাত্রি হবে ম্লান,
স্বপ্নদের ঘিরে
ভোরেরই অপেক্ষায়,
কুহু কুহু কলতান।


গগন করবে স্নান
শিশুরই হাত ধরে
বসন্ত আঙিনায়,
মিলনেরই জয়গান।


অন্তিম অভিমান
পুরাতনীর ঘরে
রঙেরই বাসনায়,
রঙিন মনপ্রাণ।


বাঁধছি আজ গান,
কত রঙিন সুরে
কতো রঙিন আশায়,
জীবনে ফিরবে প্রাণ।