ভালো আছো তুমি? নিশ্চই খুব ক্লান্ত?
ব্যস্ত থাকলে, একাকীত্ব হয়তো আর আসেনা।
আজকাল, তুমি আর অভিমান করো না!
আজকাল প্রাণ খুলে হাসতেও চাওনা!
বিশ্বাস কর! আমি ছেড়ে যেতে চাইনি তোমায়!
সাদা বিছানায় যখন নির্বাক হয়েছিলাম,
আমার চিন্তা, আমার বুদ্ধি
আমার অস্তিত্ব, সব লুপ্ত।
আমি যেন  বার বার হারিয়েছি নিজেকে।
কিন্তু বারবার তুমি যখনই হাতটা ধরেছো,
অনুভূতিরা বারবার জানিয়েছিল,
হয়তো বেঁচে আছি।
খাঁচার বন্দি বাঁচতে চেয়েছে,
ফিরতে চেয়েছে খেলাঘরে,
মান অভিমান মিলিয়ে মিশিয়ে।
কিন্তু হেরে গেলাম!
স্তব্ধ খাঁচা ভগ্ন মন।
বিশ্বাস করো আমায় ছুঁয়ে
ডুকরে উঠলে কেঁদে যখন !
আমার চোখের কোণে,
জীবনের সব ভালোবাসা মেঘ হয়ে,
ভাসালো শেষ যাত্রা।