হাতড়ে বেড়াই, আমার ছেলেবেলা।
তোমার হাতটা খুঁজে ফিরি।
খুঁজে ফিরি তোমার গায়ের গন্ধ।
তোমার গল্পে কল্পনার দেশে পাড়ি।
তোমার কাছে যত কিছু আবদার।
আমার আনন্দে তোমার হাসি,
আমার কষ্টে উঠে দাঁড়ানোর,
প্রেরণা তুমি।
আজ কত বছর পার,
সময় পাল্টেছে,
পাল্টেছে কত মুখ।
আয়নার মুখোমুখি হলে,
তোমার প্রত্যেক অনুভূতি,
দেখতে পাই আমারই মাঝে।
কিন্তু আজ হাত বাড়ালে,
আর ফিরে পাইনা তোমায়।
আর কষ্ট হলে তোমায় ,
বুকে জড়িয়ে পারিনা ধরতে।
আর আবদার করতেও পারিনা।
আজ তুমি অন্য কোথাও,
হয়তো আকাশের তারা হয়ে।
তবু চোখের জলে গল্পেরা
চিকচিক করে, হেসে ওঠে।
সেই গল্পেরা বারবার,
লড়তে শেখায়, শেখায় বাঁচতে!!!