সেদিন ফুরফুরে আমেজে দখিনা হাওয়া বইছিল,
লাল পেড়ে শাড়িতে কঁচি কলাপাতায় শুয়েছিল
গেরুয়া রঙের পোড়া মাটির পুতুল।
কাঁচা হাতে বুনেছিলাম, তুমি-আমি
সর্ষের উচ্ছিষ্ট খড়ে ছোট্ট একটা নীড়;
ঘরের প্রবেশ দ্বারে হাওয়ায় দুলছিল-
এক গুচ্ছ কাঁচা হলুদ রঙের সোনালু।
মহা ধুমধামে পুতুলের বিয়ে হবে,
ছোট ছোট মাটির ডেকচি,ঘটি ভরা জল
কাঁটার আঘাতে সঁপে দিয়ে কৈশোর,
নিয়ে এলে কোঁচড় ভর্তি শিয়ালকাঁটা ফুল।
ফুলের পাপড়ি ঘষে পুতুলের "আইশ্যাডো"
তৈরি করার নিমিত্তে- মুখে অকৃত্রিম হাসি;
দুরন্ত কৈশোর, লাজহীন অলস দুপুর,
নিবিড় মুগ্ধতায় চোখাচোখি-
পিছনে রয়েছে কানাঘুষা করা
মাত্রাতিরিক্ত কৌতুহলী সমাজ।
কোন এক কালবৈশাখী ঝড়ে
নিমিষেই ওড়ে গেলো অবুঝ কাঁচা প্রেম।