পাখীর ঝরা পালকে মুছে ফেলি
ঝিমিয়ে পড়া সমস্ত ক্লান্তি,
বিষাদে কুঁকড়ে যাওয়া মন আবার
বাঁচার আলো দেখতে পায়;
ক্ষণে ক্ষণেই দুরন্ত ভাবনারা
চ্যাংদোলা করে শূন্যে ছুঁড়ে মারে
সময়ের সাথে আপোষ মানতে নারাজ।
প্রতিমুহূর্তে ধোলাইয়ে বিক্ষিপ্ত মনোভাব,
বিচ্ছুরিত আলোর মাঝে দাঁত খিঁচিয়ে
আমার সামনে প্রতীয়মান হয়।
আয়নায় প্রতিচ্ছবির চোখ,মুখে
কালসিটে কলংকের দাগ স্পষ্ট-
আর কতদিন ধরে চলবে,
নিটোল প্রেমের নিঃশ্ছিদ্র দাফন?
বুকের মাঝেই খুঁড়ে খুঁড়ে তৈরি হয়
সদ্যমৃত ভালোবাসার মায়ার আস্তরণ।।