বিশ্বাসের ডানায় পোক্ত বসতি গড়ে,
গা ভাসিয়ে দাও নর্দমায়-
লুণ্ঠণ করেছো কচি কলাপাতা রঙের
নরম ভালোবাসা।
জীয়ন কাঁঠির ছোঁয়ায় সিঁদুর পরালে
যুবতির অক্ষত সরল বিন্দুতে;
বৈশাখের হালখাতা চৈত্রেই বুঝি হয়,
কৃষ্ণচূড়ার পাঁজর ভেদে জন্ম নেয়া
লাল টুকটুকে নব্যপ্রেমের কুঁড়ির আহ্বানে??
কত বসন্তই কাটিয়েছ তুমি,
বেলোয়ারীর পশরা সাজানো রঙ মহলে,
মদির গন্ধে বিশুদ্ধ বায়ু ও আজ লজ্জিত;
শ্বেত পাথরের মেঝেতে লাল চিটচিটে
অভিশপ্ত কুমারীর আল্পনায় বুঁদ-
পরম যত্নে মাছিদের ভনভনানি।
এইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল,
একটি পোক্ত বিশ্বাস এবং আদুরে ভালোবাসা।