নক্ষত্রের ক্ষয়।।
___ ছোঁয়া।।


কতদিন —
আর খুঁজবেনা কেউ আমায়,
মুখ ফিরিয়ে নিলাম,
সমস্ত চঞ্চলতা থেকে।
চেনা শব্দ'রা অন্য কোন কবিতায়
গাঁথুনি দিয়ে সৃষ্টি করুক নতুন
আনকোরা একেকটি কাব্য।
কি দিয়েছে শব্দরা আমাকে?
ক্ষণে ক্ষণে বিশেষায়িত করেছে শুধু।
আমি পারিনি শব্দের খেলা খেলে
বেঁচে থাকতে কারোর
হৃদয়ে গভীর গহ্বরে!!!
শুকনো পাতার মত ঝরে যাব,
তবু মেনে নিতে পারবো না,
ক্রমাগত নক্ষত্রের ক্ষয়।
মুখ ফিরিয়ে নিলাম-
অসাড় শব্দমালা থেকে;
রাতের আঁধারে বুনে যায় কবি,
দিনের আলোয় মুছে যায়
প্রেম,কবিতা, শব্দ;সবি।।