আতশ কাঁচ পুড়িয়ে ঝরা পাতার
কোন অংশেই পেলাম না
বাসন্তী রঙের ছিটেফোঁটা ;
বসন্ত!!!
সেতো আজন্ম ফেরারী হয়েই
বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল।
অথচ বৈশাখ-
অবিরত দরজায় দাঁড়িয়ে,
অভিশপ্ত আঁধার ঘুপচিতে,
লাল ফিতে সাদা চুড়ি পরে
সাঁজ সাঁজ রবে কড়া নাড়ে।