অপেক্ষায় থাকি একটা মৌন বিকেলের,
একদিন সোনা ঝরা রোদ,
পায়ে মাড়িয়ে বেখেয়ালী এক
যুবকের আবির্ভাব ঘটেছিল;
কপালে অবিন্যস্ত চুল-
ফুরফুরে হাওয়ায় শরীর দুলিয়ে,
পদচারণায় উড়েছিল ধূসর ধুলো।
ভেসে আসা ঝাঁঝালো কর্পূরের গন্ধে
স্থির বিশ্বাস — জানি এও
উপেক্ষা করবে কত আর!!!
মাঝে মাঝেই নাভী থেকে টান মেরে
ওঠে আসে সমূলে, বুকের কাঁপন তুলে
খোঁপায় জড়ানো শুকনো ফুলের গন্ধ।
সিক্ত চোখের পাতায় আমি অনিমিখে,
চেনা আহ্বানে ভেসে যাব,একদিন
শিশির ভেজা হলুদ সরষের ক্ষেত ছাড়িয়ে।