অলস দুপুরে আহ্লাদী বাতাস এসে
জানালার শার্সিতে জানান দিয়ে যায়,
সোনালী বিকেলটা বড় বেশী একা;
কতিপয় সুদর্শন প্রজাপতি প্রতীক্ষার প্রহর গুনে,
উত্তুঙ্গ বুকে আচমকা ঝড় বয়ে যায়
মাতোয়ারা বুনো ফুলের চেনা গন্ধে।
প্রিয়, তোমার বেয়াড়া প্রেম প্রতীক্ষা বোঝে না;
বেলা শেষে কোকিলের ঠোঁটে দিব্যি লেগে থাকে,
মৌনতা ভাঙ্গানোর কিছু সুরেলা কম্পন।
তুমি দেখেছো কখনও-
আপাদমস্তক আস্তরণে কিছু সফেদ প্রেম
কাঠবাদামের নরম প্রদোষে গুমরে গুমরে কাঁদে?
তারাও বড় বেশী চঞ্চল-
তোমার প্রেমের মতই প্রতীক্ষা বোঝে না;
জামার ভাঁজে কতগুলো তাজা গন্ধরাজ
আড়ষ্টচিত্তে সুবাসে বিলাপ ছড়ায়-
তপ্ত হাতের কঠিন স্পর্শে একটু একটু করে
বিকশিত হয়ে সব শ্রান্তির অবসান ঘটাবে।