মানবতা ভাসছে আজ সাগরের নোনা জলে
গণতন্ত্রের আদর্শ প্রতীক সাংসদ'রা মুখে ফেনা তুলে
বসে বসে আমড়া কাঠের টেবিল চাপড়ে ভেঙ্গে ফেলে;
টক শো'তে একজন আরেকজন'কে তুবড়ি মেরে
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে- ডিজিটাল বাঙলা বাস্তবায়িত,
চেতনা ব্যবসায়ী'রা স্বস্তির নিঃশ্বাস ফেলে শেষ পর্যন্ত।
আর কত লাশ চাই?
আর কত রক্ত চাই?
চুপ,চুপ একদম চুপ- মুখে কুলূপ এঁটে ঘরে বসে থাক,
নইলে ভাগাড়ে জায়গা করে তুইও লাশ হয়ে পড়ে থাক।
বস, আড়ালে আবডালে কত কথাই তো শুনছি,
তবুও দেখেন আপনাকেই নাটের গুরু মানছি।
কে আছিস ক্যামেরা'টা অন কর,
মাইক্রোফোন'টা আমার মুখে ধর;
স্যার,এইযে এত মানুষ মালয় সাগরে ভাসছে
জানতে পারি আপনার অনুভূতি কি?
ঐ ব্যাটা আমি কি ভাসছি? কিংবা আমার আত্মীয় স্বজন?
দেখছিস না, এসির রুমে বসে থেকেও
চিন্তায় চিন্তায় আমি কেমন ঘামছি।
কিছু অনুভূতির খুব দরকার যে, নইলে প্রোমোশন'টা
এবার বুঝি আর হবে না,
জিনিস পত্রের দাম যে হারে বাড়ছে,কি আর করা
যাই ভাসমান অভিবাসী'দের কাছে-
স্ফীত ফুসফুসের কাছে গিয়েই,
জিজ্ঞেস করবো একটাকে পেলেই,
নির্লজ্জ মিডিয়া ইস্যু চায় ইস্যু, শুনতে পাচ্ছো?
অতঃপর বাতাসে মিশে যাচ্ছে নৈঃশব্দ ক্রন্দন।