সফেদ বরফে ঢাকা বুকের পাহাড়,
অথবা টলমলে চোখের কার্নিশে,
কতো'টা সর্বগ্রাসী এবং মনোহর
প্রেম লুকিয়ে রেখেছ- দেখতে চাই;
আমি সেই প্রেম চাইনি একবারও,
যে প্রেম কেবলই শরতের মেঘধোয়া
জোছনার মত চকচকে স্বপ্নময়; বরং
তোমার প্রেম আরও ভয়ঙ্কর হোক,
নদীর প্লাবনের মত আছড়ে পড়ুক
আজন্ম তৃষিত এই খরার জমিনে।
একটু একটু করে পাড় ভেঙে ক্ষয়ে
যেতে চাই প্রতিনিয়ত; তুমুলবেগে
ধেয়ে আসুক মধ্যরাতে হিমশীতল
হাওয়ায় ওড়ে ওড়ে- তাণ্ডবনৃত্যে
তছনছ করে দিক নরম তুলতুলে
পাপড়ির আভরণে গোলাপ কুঁড়ি;
আমি সেই প্রেম চেয়েছি বারবার;
যে প্রেম নতমুখে দরজায় দাঁড়িয়ে
বিনয় রাখে না করপুটতলে, বরং
কোনরকম বিপদসংকেত ছাড়াই
আমার সজ্জিত ভুবন তুমুলবেগে
অগোছালো করে দিক নিমিষেই।