প্রতিদিন অল্প- করে সবাই মরে যাই
সময়ের কাছে
           জীবনের কাছে
                     ছোট-বড় চাহিদার কাছে।


এ মৃত্যু কেবল আমার না
তুমি-আমি আমরা সবাই।
বাঘের বাচ্চা, গাধা কুকুর আরও কত কি
স্বার্থ -রক্ষায় পশু বনে যাই...  


যুদ্ধ যুদ্ধ যুদ্ধ- কতই না যুদ্ধ করি
কখনো সম্মুখে কখনো গোপনে
নিজের সাথে, কখনো বাক যুদ্ধে।  
জয়-পরাজয়ে হেরে যাই
নিজের কাছে
চেতনার যুদ্ধে বরাবর অগ্রগামী
শুধু ফাকা বুলি নাচে ...


বেঁচে থাকার যুদ্ধে সাগর অনেক ক্ষুদ্রতর
এখানে দূরে নৌকা দেখা যায়
জীবনের যুদ্ধে ভেলাকেও সঙ্গী মেলেনা  
খড়কুটো পেলেও জীবন পূর্ণতা পায়।