কেনা-বেঁচা হয় প্রতিনিয়ত-
কারন-অকারন সংখ্যার বিচারে।
চাল-আলু-মাছ কিংবা সম্মান
স্বপ্নও হয় কখনো কখনো।
নগদ অথবা বাঁকিতে মূল্য সহযোগ
পসরা বিছানো সংযোজন কর।


ফুল কেনা-বেঁচা হয় ফুলগলিতে
সুগন্ধটা পড়েই থাকে।
মানুষও বিকি-কিনি হয় যেখানে সেখানে
আত্মাটা কেনা যায় কেমন করে?