নদী এসে বলল- বিশ্বাস, আমি আছি
ছাতা হাতে এসো মোহনায়,
জলপরীদের গল্প শোনাবো।
যাওয়া আর হয়ে ওঠেনি
ছাতা মেলেনি বলে।


চাদরে চাদরে শীত নামে ঝুপ করে
ঘন্টা বাজিয়ে চলে শীতের বুড়ো।
তবু থাকি অপেক্ষায়...
এ শীতে ছাতা পেলে জলপরীদের
গান শুনব শরৎকালে।