সবসময় ভেঙে যায়
কখনো হাওয়ায়, কখনো দমকায়- কখনো বা ফুৎকারে।
পৃথিবীতে নিরবতা বলে কিছু নেই।
স্বপ্নের কাটাকুটি, চিন্তার হানাহানি
ঘাত-প্রতিঘাত অবিরত নিরবতার সাথে।
ভাঙতে হবে- ভেঙে যাবে
রয়ে যাবে সময়ের পলেস্তারা।


অনেক কিছু বলে যাই আপন মনে হেসে হেসে
ভিসুভিয়াস-ফুজিয়ামা জ্বলে যেতে পারে অন্তিম ইতিহাসে।
দ্বীন দিনে দৈনতা, বচসা থামে বচনে
শব্দ জব্দ কাঠিনতায় শরীর গিয়েছে পচনে।