তোমাকে ভাবাবো বলে বেছে নিয়েছি অন্ধকার
ধীরপদে হাটি এই নির্জন রাস্তা ধরে
সম্মুখ দূরে আলো খেলা করে, ক্লান্ত এ শরীর
শাসনহীন জলরাশি-সেও রয়েছে স্থিরে।


তোমাকে দেখাব বলে  নিস্তেজ হয়ে দেখি
কতটা জীবন্ত হলে বৃক্ষরা কথা বলে
আলোহীন অন্ধকার- ঝিঁ ঝিঁ পোকা পথ দেখায়
যতটা উদ্দেশ্যহীন হলে একলা পথ চলে।


তোমাকে শোনাব বলে  নীরধর করেছি পিতাম্বরী
সযতনে লিখে বিজলী আখরে পঙক্তি সাজিয়ে,
ইমনের পথ ধরে মেঘমল্লার সাথে রাগাশ্রিত মুখে
বজ্রের সাথে তাল মিলিয়ে মৃদঙ্গ বাজিয়ে।