বিচ্ছেদ কথা টা বলা খুব সহজ।
কিন্তু সেই বিচ্ছেদ টা কে বহন করে নিয়ে যাওয়া বড্ড কঠিন,
দীর্ঘ ৮-১০ বছরে সম্পর্ক ভাঙ্গতে শুধু বিচ্ছেদ শব্দ টাই যথেষ্ট।
কিন্তু এই বিচ্ছেদের পরমূহুর্তে জ্বলন্ত অগ্নিতে পা দেওয়ার মতো অসহ্য কষ্ট, গলাতে  বিঁধে  যাওয়া কাঁটা মতো যন্ত্রনা  শুধু অপর প্রান্তের ব্যাক্তি টা  অনুভব করে দগ্ধে দগ্ধে আর গুমরে গুমরে।


অপর প্রান্তের ব্যাক্তিটি মনে কি পরিস্থিতি সৃষ্টি
হবে তা তার মনে একটুও দাগ কাটে না,
যদি কাটতো তাহলে "বিচ্ছেদ " নামক এই ভংকর কথা টা এতো সহজে বলতে পারতো না।


সে তো বিচ্ছেদ বলে মুখ ফিরিয়ে চলে যাবে।
কিন্তু তার  জন্য যে বদ অভ্যাস, ভালোবাসা,
এই গুলো ভুলে যাওয়া কারণ দেখিয়ে গেলে  হয়তো,
এই বিচ্ছেদ কথা টা অপর প্রান্তের ব্যক্তির কাছে খুব সহজ হয়ে উঠতো ।