আমি কখনও লেখিকা হতে চাইনি
আমি তো চেয়েছিলাম,
তোমার প্রেমে ডুবে
তোমার প্রণয়নী হতে।


আমি কখনও ভাবিনি
আমাদের গল্পটা ,
আমার কাছেই রয়ে যাবে
আর তুমি অন্য কারো গল্প হয়ে যাবে।


অনেক অচেনা মানুষের ভিড়ে
শক্ত করে ধরেছিলাম হাতটা,
ভয় পেয়েছিলাম তোমাকে হারিয়ে ফেলার
কিন্তু তুমি সেই হাত ছেড়ে চলে গিয়েছিলে
অচেনা মানুষের ভিড়ে।


তুমি আমার চেনা মানুষ হয়ে আছো
আর সারাজীবন থাকবে আমার মনের কোণে,
আমায় তুমি অচেনা ভেবে ছেড়ে গিয়েছো
অন্য কারোর জীবনে।


আমি ব্যর্থ প্রেমিকা হয়ে
কবিতা লিখি ,
সব কবিতায় তোমার নাম
তুমি যে ছিলে আমার জীবনের একমাত্র শ্যাম।


আমি এক বিরহীনি শ্যামা
এত যে কষ্ট দিয়েছো হয়নি কি একটুও মায়া?


তাই তোমায় লিখব বলে
সারা রাত সারা দিন ,
নিঃশব্দে লিখে গিয়েছি
তোমায় নিয়ে কবিতা।


শুধু তোমার জন্য হয়ে উঠেছি
এক বিরহীনি লেখিকা।