এই মনে তে ভীষণ ব্যাথা
বিরহের মালা গাঁথা,
আনন্দ সব হারিয়ে গেছে
একেলা আমি নেই যে পাশে।


অন্ধ ঘরে দিন কেটে যায়
বিরহের অসুখ যে তাই,
চোখের অশ্রু দেয় না মুছে
হাত বাড়ালেই দুঃখ ঘোচে।


অতীত টা যে ছিল বেশ
অতীতের কারণে বিরহ হয় না শেষ,
বিরহ তে তার বাস
ফিরে পাওয়া নেই আশ্বাস।


নীল আকাশে পড়ছে কালো দাগ
এই বিরহ কেউ নিবে না ভাগ,
বিরহের আগুনে আমি জ্বলে যায়
সুখের মুখ আমার ভাগ্যে নাই।