ব্যর্থ প্রেমিকা আমি
নেই কোনো আমার দাম ,
সবার কাছে করে গিয়েছি
শুধুই তোর নাম।


সকাল-সন্ধ্যায় থাকি
শুধু তোর অপেক্ষায়,
সে যে আমায়
করে দূরছাই।


তার কথা ভাবিতে ভাবিতে
সারা রাত্রি কীভাবে যেন কেটে যায়,
কোল বালিশটা
চোখের জলে ভরে যায়।


প্রভাত কালে রাঙা চোখে
দেখি তার মুখ,
ভেবেছিলাম সে
আমার জীবনে একমাত্র সুখ।


আলোতে ছিলাম ভালো
বুঝিনি সে আমার জীবন করছে কালো,
না জেনে তার জীবনে দিলাম পা
বুঝিনি সে আমার আলোর জীবনে
দিবে যে মস্ত বড় ঘা।


ভাঙ্গলো তরী
আমি এক মরণ পরী,
হায়রে আমি
এখন কী যে করি।


আমার মনে এখন দগদগে ঘা
ঘায়ে মলম লাগাতে এসেছে কোনো এক মানব,
বিশ্বাস যে ভেঙ্গেছে
তাই তাকেও ভেবে নিয়েছি কোনো এক দানব।