রাত আমার বন্ধু এখন
চোখে অশ্রু বয় ,
চার দেয়াল খুব বিরক্ত হয়ে
আমার কান্না শয়।


ফোনে পানে চেয়ে থাকি
আসবে কখন তার কল,
আদর কন্ঠে বলতে বলবে
একবার ভালোবাসি বল।


আমার হাসি শোনার জন্য
করতো অনেক চেষ্টা,
আমার হাসি শুনলে নাকি
তার মিটে যায় সব তেষ্টা।


আমার কন্ঠ শোনার জন্য
করত কত বাইনা ,
এখন আমি আর
তার প্রিয়জন হয় না ।


তন্দ্রাচ্ছন্ন চোখে আমি
ভাবি তার কথা ,
বুকে শুধু রয়ে যায়
তার দেওয়া ব্যাথা।


জানলা দিয়ে আসে জোৎস্নার আলো,
আলো দিকে তাকিয়ে থাকলে
আর মন হয় না ভালো।


ছলনা তার প্রেম
আমার সাথে খেলেছিল গেম,
তাকে নিয়েও মাতবে কেউ খেলায়
কোনো এক নিশি বেলায়।