একটি ছেলে ছিল খুবি কালো
মন টা ছিল ভীষণ ভালো,
সারা দিন চরাতো গরু
কখনোই সে ছিল না ভীরু ।


বাড়িতে ছিল সৎ মা
ভালো তাকে বাসতো না,
খেতে দিত পড়ে থাকা ভাত
তার কাছে ছিল ওটা অমৃতের স্বাদ।


খেতে পেত এক বেলা
সবাই করত তাকে অবহেলা,
সুমধুর বাজাত বাঁশি
মুখে থাকত মিষ্টি হাসি।


এক রুপবতী কন্যা বাঁশির সুরে পড়ল প্রেমে,
রাখাল ছেলের কষ্ট গুলো সব গেল থেমে।