মেঘলা দিনে আছি একা
রাস্তা যে এখন ফাঁকা,
বৃষ্টি হবে মনে হয়
ঠান্ডা-ঠান্ডা বাতাস বয়।


জানলার দিকে তাকিয়ে আছি ,বৃষ্টির অপেক্ষায়।
সে যে ভূমিতে পড়ছে না আছড়াই।


অপেক্ষার পর এলো বৃষ্টি
বৃষ্টি দিকে আমি দিয়েছি দৃষ্টি,
মন যে করে উড়ু উড়ু
বৃষ্টি তে ভিজা এই তো শুরু।


বৃষ্টিতে ভিজার জন্য পা বাড়িয়েছি যখনি
মা তেড়ে এলো তখনি,
সব আনন্দ হল মাটি
মায়ের হাতে যে লাঠি।


মা বলল যাও চলে যাও ঘরে
এখনো বৃষ্টি যে পড়ে,
বৃষ্টিতে ভিজলে হবে ঠান্ডা-জ্বর
তখন ডক্টর কে দিতে হবে খবর।


যদি না যাও ঘরে
তাহলে খাবে যে মার ,
যতই করো মুখ ভার।


মায়ের কথা শুনে চলে যাই ঘরে
চোখের কোণে অঝোরে বৃষ্টি পড়ে,
মায়ের চোখে দিতে পারবো না কোনো ফাঁকি
তাই আমার বৃষ্টি তে ভিজা থেকে গেলো বাকি।