পিরিয়ডের সময়
সব নারী থাকে অন্যমনস্ক,
থাকে না যে সুস্থ
হয়ে পড়ে অসুস্থ।


পেটে বাড়ে প্রচন্ড ব্যথা
ফোটে না মুখ থেকে কথা,
ঝড়ে পড়ে চোখের জল
তবুও মুখে রাখে হাসির বল।


ভিতরে ভিতরে হয়ে যায় দূর্বল,
এটা যে মাতৃত্বের সম্বল।
পিরিয়ড কখনো নয় লজ্জার ,
এটা যে গর্ভবতী হওয়ার সজ্জা।


পিরিয়ড কখনো নয় অপবিত্র,
এটা যে দেবির মতো পবিত্র।
নারী সব রকম করে বাড়ির কাজ ,করে পড়াশোনা।
কিন্তু পিরিয়ডের কি যন্ত্রনা তা নারীদের জানা।


যারা পিরিয়ডের কথা শোনে হাসো,
তারা শুধু কুসংস্কার নিয়ো ভাসো।
তাদের কে বলছি এটা হাসির জিনিস নয় ,
এটাই জন্যই সবার জন্ম হয়।


পিরিয়ড কে নিয়ে করো গর্ভ,
তাহলেই বুঝতে পারবে জীবনের মর্ম।