প্রেমে তুমি পড়তেই পারো শুধু একবার নয় বারংবার । কিন্তু  সেই প্রেম জেনো হয় গভীর ।
প্রেম হাতছানি দিয়ে যদি ডাকে  তাকে দূরে সরিয়ে দিতে পারো কেউ বারণ তোমাকে করবে না।
কিন্তু একবার প্রেমের বাঁধনে আটকা পড়লে সে বাঁধন ছিন্ন করতে অনেক কষ্টকর হবে। কিন্তু সেই প্রেম যদি অন্তর থেকে হয় তাহলেই সেটা সম্ভব আবার অসম্ভব নয় । বিচ্ছেদ যদি করতে যাও তাহলে বুক ফাটা কান্না, চোখে কোণে সাগরে উৎপন্ন হবে নিশি রাতে ।এদের সম্মুখীন হতেই হবে তোমাকে এ ছাড়া কোনো উপায় নেই যদি প্রেম হয় অন্তর থেকে তা হলেই হতে হবে ।

আর প্রেম টা যদি হয় দৈহিক তাহলে কয়েকটি শব্দ হলেই যথেষ্ট বিচ্ছেদে জন্য। পাবে না তুমি কষ্ট, কান্না আসবে না দুই আঁখি ,দুই চোখ খুঁজবে না ওপর প্রান্তের মানুষ টাকে । তবে আলাদা হওয়ার পর তুমি ভালোই থাকবে কিন্তু ওপর দিকের মানুষ টি তোমাকে দৈহিক ভালো না বাসতে  পারে। হতে পারে মনের কঠোরে সমস্ত জায়গা জুড়ে তুমি আছো।


হতেও তো পারে।
হবেই যে সেটা আমি বলছি না হতে পারে সেটাই বলছি।


তাই ভালোবাসতে হলে অন্তর থেকেই বেসো না হলে  ভালোবেসো  না  তোমার সাথে সাথে আর একটি মানুষ জড়িয়ে থাকবে এটা মনে রেখো।
নিজে কে খুশি করার জন্য ওপর প্রান্তের মানুষ টাকে কষ্ট দেওয়া একটা পাপ। যেমন তোমার মন ভাঙ্গে তুমি কষ্ট পাও অপর প্রান্তের মানুষ টিও একটি তোমার মতোই মন আছে।