কৃষ্ণ যখন বাজাই বাঁশি
আমি তখন ছুটে আসি ,
যতই করি কাজ
শ্যামের কাছে আসতে
আমার কিসের লাজ্জ।


কানুর কাছে আসি বলে
সবাই বলে কলঙ্কিনী রায়,
সব কলঙ্ক মাথায় নিয়ে
আমার কানু কে যে চাই।


শ্বাশুড়ী-ননদি করে কত ফন্দি,
ফন্দি কে বন্দী করে
ছলনার সাথে করেছি সন্ধি।


দেহ-মনে যপ করি কৃষ্ণের নামে ,
চিঠি পাঠায় প্রেমের খামে।


রাত্রি তে লুকিয়ে লুকিয়ে
কানুর সাথে করি রাশ ,
রাধাকৃষ্ণের প্রেম কাহিনী
ভেসে বেড়ায় আকাশ-বাতাস।