মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে,
স্বার্থ ফুরালে তারা নিজেদের রং দেখিয়ে দেয়।
নিজেদের ভালো প্রমাণ করার জন্য
অপর ব্যাক্তির সাথে পরচর্চা করতে ভালোবাসে।
তুমি তাদের সাহায্য করলে তুমি হয়ে উঠবে মহান, সব থেকে প্রিয় মানুষ ।
আর যখন সাহায্য করতে পারবে না,
তখন তুমি হয়ে উঠবে স্বার্থপর মানুষ আরও কত বাজে কথা বলবে।
আর তুমি যখন নিজের জন্য
সাহায্যের হাত বাড়াবে,
তখন তারা বুঝিয়ে দেবে
তুমি তাদের আপনছিলে না কখনো,
তুমি সাহায্য করার একটি যন্ত্র মাত্র।
যেখান থেকে শুধু নেওয়া যায়
কিছু দেওয়া যায় না ।
তাদের কাছে একরকম জাদু আছে ,
সেই জাদুতে তারা সবার মন কে এক নিমেষে জয় করে ফেলে, যেটা তোমার কাছে নেই।
তারা মিষ্টি কথায় আর সুমধুর হাসিতে তোমাকে ভুলাবে,
আর তুমি বোকার মতো ভুলে যাবে।
তারা তোমাকে আঘাত করার জন্য একবারও ভাববে না।
তুমি কোনোক্রমে আঘাত দাও তাহলে তোমার কষ্ট হবে ।
কিন্তু তারা এইসব কথা গায়ে থেকে ঝেড়ে ফেলে র্নিলজ্জের মতো হাসতে হাসতে কথা বলবে,
জেন মনে হবে কিছু হয়নি সব আগের মতো ঠিক আছে।
  আর তুমি আগেকার আঘাতে কথা ভুলে
গিয়ে তার ফাঁদে আবার পা দে।
আর তার প্রয়োজন মিটে যাওয়ার পর
তোমায় প্রয়োজন হীন খাবারের মতো রাস্তাই ছুঁড়ে ফেলবে।
এই রকম মানুষ থাকার থেকে না থাকা অনেক শ্রেয়।