সে আসবে না ফিরে জেনেও
অপেক্ষা আছি আমি।
সে আমার কাছে প্রচন্ড দামি,
তাই হয়েছি তার উপর একটু অভিমানী।


অশ্রু জলে ভেসে যায় আমার মন,
এই চক্ষু খোঁজে তাকে সারাক্ষণ।
সে হতে চাই অন্যের ,
কারণ সে পেয়েছে যে রূপবতী কন্যা।


মেঘ ঘনিভূত হয়েছে আমার জীবনে,
কষ্ট গুলো রয়েছে সং গোপনে।
বর্জপাত হয় না সেখানে।
জল ও শুকিয়ে গিয়েছে চোখে কোণে।


দম আটকানো কান্না হয়েছে নিশ্চুপ,
মনে ভিতর যন্ত্রনা করে যে গুপ গুপ।
সে গিয়েছে আমাকে ছেড়ে,
সাথে নিয়ে গিয়েছিলে আমার মন টা কেড়ে।


আমার পুড়ছে যে মন টা,
তার নেই কোনো গন্ধটা।
আমি হয়েছি আহত,
মৃত্যু করছে আমাকে স্বাগত।