ঠাম্মা সন্ধে হলেই বুকে জড়িয়ে
করতে হাত পাখার বাতাস,
আমি  তারা গুনতাম
জোৎস্না ভরা আকাশ।

মধ্যে রাতে ঘুম ভাঙ্গলে
উঠাতাম তোমায়,
আমার কান্না ভরা মুখে
আবার ঘোরাতে পাখা অর্ধ ঘুমন্ত চোখে ।


পাখা ঘুরাতে ঘুরাতে
বলতে কতশত গল্প,
স্মৃতি মাঝে হাত পাখা কে
মনে পড়ে অল্প স্বল্প।


যুগের সাথে তাল মিলিয়ে
হারিয়ে গেলো হাত পাখা,
হাত পাখা গুলো এখন
ধুলোর সাথে মাখা।