লিখবে সে একজন,
যে পৃথিবীর রুপ দেখেছে অন্য চোখে,
তোমার আমার মতন নয়,
পৃথিবীর ক্ষণ ক্ষণ সময়,
নানাদিকে, ধূসর রঙ্গিন আলোয়
আলোকিত হয়েছে, সে দেখেছে,
না বরং বলবে অবলোকন করেছে।
আরো বলবে,
সে দেখেছে কাচঘেরা ঘরের বাইরে সবুজ মাঠ
কৃষকের ধান বোনা, ধান কাটা, সেচ দেওয়া
উঠোনে বসে দেখেছে বিষণ্ণ বিকেল নামে,
কি যেনো মনে করে গৃহিণীর এক বাটি চা,
উঠোন জুড়ে বাচ্চারা হই হুল্লোড় করে
তবু বিষণ্ণ
শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত
সব দিনে সব বিকেল এক নয়।
পৃথিবীর দেনা পাওনার হিসেব অকার্যকর
এখানে লোকে আসা যাওয়ার হিসেব বোঝে, কিন্তু তা পরম নয়
এখানে লোকে সুখ-দুঃখের হিসেব বোঝে তাও পরম নয়
তাই সে বলে দেখ,
অবলোকন কর,
চোখ দুটি মেলো,
পৃথিবীর অপার সৌন্দর্য
আর সুখি হও।