সেদিন কেমন কেঁদেছিলে
চোখের জলে ভেসেছিলে
যখন মন বাক্সোবন্ধী, পেতে না নাগাল?
আজ মন খোলা আকাশ,
আলো বাতাস, ধুলো বাতাস,
কি শুধু চাঁদটা আড়াল?


একটা একটা করে চাঁদ গেছিলো চলে
চিলেকোঠার উপর হেলে দুলে
চিকচিকে সূর্যের আলোয় কাকগুলি কালো
প্লিজ, রেলিঙের উপর সাবধানে চলো...
লেকের জলে কুয়াশার মতো গাঁজিয়ে ওঠা গান
শীতের সন্ধায় উষ্ণ হাওয়ায় করে মন বিজারণ
প্রখর গ্রীষ্মে হিমেল হাওয়ায় সেই করে মন জারণ
স্বপ্ন সেতো অপেশাদার গানের দল, জীবন মরন...